IELTS কী এবং কেন করবেন তা জানুন

IELTS হলো International English language Testing system আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষণ পদ্ধতি।অর্থাৎ যে আন্তর্জাতিক ইংরেজি ভাষার মাধ্যমে ভাষাগত যোগ্যতা যাচাই করা হয়।সেই পরীক্ষাটাকে বলা হয় IELTS সেই পরীক্ষাটাকে বলা হয় আইএলটিএস IELTS।সেই পরীক্ষাটাকে বলা হয় আইএলটিএস IELTS যদিও আমরা এই শব্দটাকে উচ্চারণ করি আয়েটলস।
 
আই এল টি এস (IELTS)নামের সাথে কম বেশি আমরা সবাই পরিচিত।কিন্তু এটি আসলেই কি এবং কেন করা হয় তা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো।তাহলে চলুন জেনে আসা যাক  আই এল টি এস কি এবং কেন করতে হয় তার সম্পর্কে জেনে আসি ?

 পেজ সূচিপত্রঃ   IELTS কী এবং কেন করবেন তা জানুন 

 আইএলটিএস কত প্রকার ও কি কি 

IELTS মূলত দুই প্রকার। Accademic Ielts ,Genteral Training Ielts (GT)।Gneeralt Training Ielts (GT)  তাহলে চলুন একাডেমিক আই এল টি এস এবং জিটিআইএলটিএস কাদের জন্য তা সম্পর্কে বিস্তারিত   জেনে নেই।

১। Accademic Ielts কাদের জন্য

যারা সাধারণত দেশের বাইরে পড়াশোনা করার জন্য বাইরে যেতে চায়।তারাই সাধারণত একাডেমী আই এল টিএস অংশ নেই।অর্থাৎ এই ভার্সিটি ছাত্রদের দের জন্য। আপনি যদি দেশের বাহিরে লেখাপড়া করতে যেতে চান কিংবা যেটাই হোক গ্রাজুয়েশন মাস্টার্স পিএসডি ইত্যাদি তারাই  একাডেমিক আই এল টি এস করতে পারে।

২।GT Ielts কাদের জন্য 

GT বা Genteral Training Ieltsতাদের জন্য ইংলিশে স্পোকেন কোন দেশে যেমন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড জার্মানি এ সকল দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য যেতে চাই বা  এ সকল দেশের চাকরি করার উদ্দেশ্যে যেতে চাই  তারাই মূলত GT বা Genteral Training Ielt করে।

 IELTS কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেয় 

 IELTS আই এল টি এস  এর পরীক্ষা মূলত চারটি বিষয়ের উপর হয়ে থাকে তা হলোঃ 

  • Liseting 
  • Speaking
  • Reading
  • Writing 

Liseting moduels, Speaking moduels ,Reading moduels ,Writing moduels এই সবগুলোকে একত্রে moduels বলা হয়।

 আইএলটিএস এর মার্কস কিভাবে প্রদান করা হয়

 IELTS এ মূলত কোন মার্চ নেই যেটা আছে সেটা মূলত ব্র্যান্ড স্কোর।আপনি আইএলটিএস পরীক্ষা দিয়ে কোন মার্কস পাবেন না।যেটা পাবেন সেটা হচ্ছে মার্কসি পাবেন সেটা আইএলটিএস এর ভাষায় বলা হচ্ছে ব্র্যান্ড স্কোর।যা জিরো থেকে নয় এর মধ্যে এই ব্র্যান্ড স্কোর প্রদান করা হয়।আপনার প্রায় শুনে থাকেন ৭প্লাস ৮ প্লাস ৮.৫ এবং ৬.৫ এগুলো হচ্ছে জিরো থেকে নয় এর মধ্যে ব্র্যান্ড স্কোর।

অর্থাৎ দেশের বাহিরে যদি আপনি লেখাপড়া করতে জান তাহলে মিনিমাম যে স্কুটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ৬.৫ আউট অফ ৯।  যে যত বেশি স্কোর  ৯,৭,৭.৫,৮ করতে পারবে তার বিদেশে লেখাপড়া করার সুযোগ সম্ভাবনা তত বেশি তৈরি হবে।

 কিভাবে ব্র্যান্ড স্কোর সাজানো হয়  

আই এল টি এস এর ব্র্যান্ড স্কোর যেভাবে সাজানো হয় । সেই  moduels  স্কোর হচ্ছে একইভাবে সাজানো হয় তা হলোঃ

  • Speaking:0-9
  • Speaking:0-9
  • Writing :0-9
  • Liseting :0-9

অর্থাৎ আপনি জিরো থেকে নয় এর মধ্যে প্রত্যেকটি মডিউল এ ব্র্যান্ড স্কোর পাবেন। যেমন ধরুন আপনার ব্যান্ড স্কোর কিভাবে ক্যালকুলেট করা হয় ধরুন আপনি  Liseting :৭ speaking: ৬.৫ Reading :৭ writing ৬.৫।অর্থাৎ দুটোতে পেলেন ৭ আর দুটোতে পেলেন ৬.৫এখন কি করা উচিত  ৪ টা কে  যোগ করা হবে ৭+৭=১৪ ,৬.৫+৬.৫ =১৩=১৪+১৩=২৭ এখন মডিউল কয়টা চারটা  ২৭÷৪=৬.৭৫।এবং যে ভাগফল আসবে সেটাই হচ্ছে ব্যান্ড স্কোর।তাহলে আপনার ভাগফল কত আসলো ৬.৭৫।আপনাকে এটা বর্ধিত করে সেভেন দিয়ে দেওয়া হবে ,এভাবে ব্রান্ড স্কট ক্যালকুলেট করা হয়।

কার আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে

আই এল টি এস  যেহেতু একটি ইংরেজি যাচাই এর পরীক্ষা। অতএব যে কেউ  আই এল টি এস পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে যে ক্যান্ডিডেট আইএলটিএস পরীক্ষায় বসবে তার বয়স হতে হবে মিনিমাম ১৬ ।১৬ বছরের নিচে কেউ হলে আই এল টি এস পরীক্ষা দিতে পারবেনা।১৬ থেকে শুরু করে যে কোন বয়সের মানুষ আইএলটিএস পরীক্ষা দিতে পারবে বা অংশগ্রহণ করতে পারবে । 

আই এলটিএস পরীক্ষা দেবার জন্য কোন একাডেমিক যোগ্যতার প্রয়োজন হয় না।আমি যেহেতু ইংরেজি একটা টেস্ট দিচ্ছি আমার ইংরেজি ভাষাগত দক্ষতা যাচাই করার জন্য। অতএব কে কতটুকু  লেখাপড়া করেছে সেটার উপর আই এল টি এস এর কোন সম্পর্ক নেই ।

আই এল টি এস পরীক্ষার ফি কত

আই এল ডি এস পরীক্ষার জেপি সেটা প্রতি বছর পরিবর্তন হয়।২০২৫ সালে  ২২৫০০ কি নির্ধারণ আছে ২২৫০০ টাকা। অর্থাৎ আপনি যদি আইএলটিএস পরীক্ষায় বসতে চান তাহলে আপনাকে যে রেজিস্ট্রেশন করতে হবে ২২৫০০ টাকা। একাডেমিক কিংবা জেনারেল ট্রেনিং  যেটাই হোক আপনাকে ২২৫০০ টাকা দিয়ে পরীক্ষায় বসতে হবে ।

 আই এল টি এস দিতে কোন কোর্স করা লাগবে কিনা

অবশ্যই আপনি যদি কোর্স করে নেন তাহলে সেটা খুবই ভালো হবে। যদিও ইউটিউব ইত্যাদি অন্যান্য ওয়েবসাইট অনেক জায়গায় অনেক ফ্রি ম্যাটেরিয়াল পাওয়া যায়।তবে আপনি যদি কোন একটি কোর্স করেন তাহলে সে ক্ষেত্রে পুরো কোর্স জুড়ে আপনাকে যে ট্রিপস,ট্রিকস,টেকনিক  প্রদান করা হবে ।সেগুলোকে একত্র করে আপনি খুব ভালো একটি স্কোর করতে পারবেন।

অনেকেই ইংরেজিতে অনেক ভালো থাকে তারা দেখা যায় ইউটিউব এর মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা দিয়ে ফেলে,সবার প্রতি পরামর্শ হচ্ছে যে,অনলাইনে কোর্স করেন অথবা অফলাইনে কোর্স করেন,কোন একটি কোর্স  করলে ভালো একজন মেন্টরের কাছে করতে হবে।তাহলে যিনি ইংলিশে অনেক ভালো তার ব্র্যান্ডে স্কোর আরো অনেক ভালো হবে।

যে একটু দুর্বল তার ব্র্যান্ড স্কোর ও প্রত্যাশিত না হলেও ভালো কিছু একটা হবে  ব্র্যান্ড স্কোর।বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ভর্তি হতে গেলে বা ইমিগ্রেশন করতে গেলে লাগবে সেটা আশা করি পেয়ে যাবেন।

আই এলটিএস কি অনেক কঠিন  

হ্যাঁ আইএলটিএস অনেক কঠিন একটি বিষয়।Liseting ,Speakin,Reading,Writing  এই যে পরীক্ষাগুলো আমরা যারা বাংলাদেশের  ছাত্র ছাত্রীরা এই বিষয়গুলোর সাথে পরিচিত না।হঠাৎ করে যখন আমাদের সামনে এত বড় একটা জিনিস আসে। আমরা অনেকেই কঠোর পরিশ্রম করি।তবে দুটো ব্যাপার একটা হচ্ছে আপনারা যদি ভাষাগত দক্ষতা ভালো থাকে যেমন ধরুন আপনি ইংরেজিতে কথা বলতে পারেন,ইংরেজি মোটামুটি লিখতে পারেন,বা শুনে বুঝতে পারেন তবে এরকম যদি হয়  তাহলে আপনি আইএলটিএস কোর্সের প্রিপারেশনে ভালো  কিছু করতে পারবেন এবং পরীক্ষায়ও ভালো করবেন।

আবার আইএলটিএসের মধ্যে টিপস, ট্রিকস,টেকনিক আছে তাহলে অনেক মডিউল ভিত্তিক সেই টিপস ট্রিকস যদি কোন ভাল কোন  মেনটরের কাছে আপনার করেন তাহলে আপনার স্কোর  টা অবশ্যই প্রত্যাশিত হবে।

 শেষ কথাঃ  IELTS কী এবং কেন করবেন

আই এল টি এস হচ্ছে  আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষণ পদ্ধতি।এই আই এল টি এস এর মাধ্যমে আমরা বাইরের দেশে যেতে পারি যে যে কারণে যেতে পারি তা হচ্ছে লেখাপড়া অথবা বাইরের দেশে বসবাসের জন্য জিতে গেলে আমাদের আইএলটিএস করতে হবে।আর আই এল টি এস করার জন্য আমাদের  ইংরেজিতে ভালো হতে হবে কারণ বাহিরের দেশে ইংরেজিতে কথা বলতে হয় আরে ইংরেজিতে কথাবার্তা বলার জন্য আমাদের ইংলিশ স্পোকেন শিখতে হবে।

যদি   আমরা কথাবার্তা বলাতে দুর্বল থাকি তাহলে আমাদের আইএলটিএস করতে হবে,আই এল টি এস  করার ফলে আমরা একটি পরীক্ষা দিয়ে ভালো একটা  স্কোর এর  মাধ্যমে বাইরের দেশে যাওয়ার সুযোগ পাবো,আই এলটিএস কি এবং কেন করতে হবে তা সম্পর্কে বিস্তারিত জানতে হলে উপরে উদ্দীপকে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জরিপ ৩৬৫ জুড়ে নীতিমালা মেনে কমেন্ট করুন ।প্রতিটি কমেন্ট রিভিও করা হয়

comment url